পান্থপথ থেকে আরও ৯৪ টন বর্জ্য অপসারণ
রাজধানীর পান্থপথ বক্স কালভার্ট থেকে আরও ৯৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বর্জ্য অপসারণ কার্যক্রমের দ্বিতীয় কার্যদিবসে এগুলো অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার ডিএসসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, পান্থপথের পাশাপাশি নগরীর শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খালে পানিপ্রবাহ ফিরিয়ে আনার প্রাথমিক কার্যক্রম হিসেবে ম্যানুয়ালি বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান। একই সঙ্গে শ্যামপুর, জিরানি ও মান্ডা খালের সীমানা নির্ধারণ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।