![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F35dd181b-9925-4a35-bda7-79266591928f%252Fcourt_01.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মেহেরপুরে গৃহবধূকে হত্যায় স্বামী-সতিনের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার যাদবপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে সাইদুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী জমেলা খাতুন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। নিহত জরিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মৃত্যুদণ্ড
- গৃহবধূ হত্যা