চীনা টিকা পরীক্ষার সম্মতি দিতে পারে সরকার
দেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) নিয়ে চীনা কোম্পানি আনুই জিফেইয়ের দেওয়া প্রস্তাব গ্রহণের কথা ভাবছে সরকার। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকায় সম্প্রতি উচ্চপর্যায়ের এক সভায় চীনা কোম্পানিটির প্রস্তাবে সাড়া দেওয়ার বিষয়ে মত আসে।
চীনের আনুই জিফেই গত ২ সেপ্টেম্বর তাদের উদ্ভাবিত আরভিডি-ডিমার নামের করোনাভাইরাসের টিকা পরীক্ষার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। তারা বলেছে, নিজস্ব খরচে তারা টিকার পরীক্ষা চালাবে। পরীক্ষা সফল হলে বাংলাদেশে টিকার গবেষণা ও উৎপাদনের জন্য কারখানা করার উদ্যোগও নেবে।
সূত্র জানায়, সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে চীনা প্রতিষ্ঠানের প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। এতে পরীক্ষার ক্ষেত্রে কারিগরি দিকগুলো যথাযথভাবে যাচাইয়ের মাধ্যমে প্রস্তাবটিতে সাড়া দেওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের প্রধানেরা মত দেন।