ভিসা জালিয়াতিতে সরকারি কর্মকর্তা
আফ্রিকার একাধিক দেশের নাগরিকদের দেওয়া জাল ভিসায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর পাওয়া যাচ্ছে। ওই কর্মকর্তা একসময় কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশনে কাজ করতেন। প্রথম আলোর অনুসন্ধানে তাঁর তিনটি ব্যাংক হিসাবে প্রায় ২৩ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।
এই সরকারি কর্মকর্তার নাম জাকির হোসেন। ২০০৯ সালের ৩১ আগস্ট থেকে ২০১৯ সালের ২৩ জুন পর্যন্ত তিনি কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। নিয়ম অনুযায়ী একজন প্রশাসনিক কর্মকর্তার ভিসা ইস্যু করার এখতিয়ার নেই। কিন্তু জাকির হোসেন তখনকার হাইকমিশনের অনুমোদনে সেখানে বছরের পর বছর ভিসা ইস্যু করেছেন। আর এখন নাইরোবি দূতাবাস থেকে ইস্যু দেখানো যেসব জাল ভিসা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ছে, সেগুলোতেও স্বাক্ষর জাকির হোসেনের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভিসা জালিয়াতি
- জাকির হোসেন