ধর্মীয় বিশ্বাস নিয়ন্ত্রণে চীনে নতুন আইন
চীনের ক্ষমতাসীন দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (সিসিপি) দেশটিতে বসবাসরত বিদেশী নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে।
এই আইনের খসড়ার নাম দেয়া হয়েছে 'প্রভিসনস অন দ্য অ্যাডমিনিস্ট্রেসন অফ ফরেইন রিলিজিয়াস আক্টিভিটিস ইন দ্য পিওপলস রিপাবলিক অব চায়না'। গত নভেম্বরে চীনের আইন মন্ত্রণালয় এই খসড়ার অনুমোদন দেয়। ধারণা করা হচ্ছে চলতি বছর শীগগির তা কার্যকর করা হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আইন
- নতুন আইন
- ধর্মীয় বিশ্বাস