অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ইত্তেফাক নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২১, ০৯:২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় অবৈধভাবে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত খোরশেদ আলম (৫০) নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এই দণ্ড প্রদান করেন।

সূত্রে জানা যায়, রবিবার পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার একটি মাদরাসার সাথের সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিলেন খোরশেদ আলম নামে এক ব্যক্তি।

স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করলে ওই দিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান সরজমিনে গিয়ে উপস্থিত হন। তিনি খাল ভরাটের দায়ে খোরশেদ আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও দু’দিনের মধ্যে খাল থেকে বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও