শংসাপত্র-জট বাইডেনের
আমেরিকার প্রেসিডেন্ট পদে বাইডেনের নির্বাচিত হওয়ার শংসাপত্রে অনুমোদনের ভোটে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন এক দল রিপাবলিকান সেনেট সদস্য। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে অবৈধ প্রমাণ করার চেষ্টা করে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১১ জন রিপাবলিকান সেনেটরের এই উদ্যোগ সেই প্রচেষ্টারই অংশ বলে মনে করছেন রাজনীতিকেরা।
বুধবার আমেরিকান কংধগ্রেসের দুই কক্ষের যৌথ অধিবেশন হওয়ার কথা। সেখানেই বাইডেনের জয়ের শংসাপত্র অনুমোদনের ভোট হবে। সেনেটর টেড ক্রুজ়-সহ ১১ জন রিপাবলিকান এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা এই ভোটে অংশগ্রহণ করবেন না। কারণ এই ভোটের মতো কারচুপি ও অনিয়মের অভিযোগ তাঁরা আগে দেখেননি। বিশেষ কমিশন গঠন করে জরুরি ভিত্তিতে ১০ দিন ধরে ভোটের ফলের নিরীক্ষা করার দাবি জানাবেন তাঁরা। তার পরে বিভিন্ন প্রদেশ তাদের আইনসভার বিশেষ অধিবেশন ডেকে সেখানে ভোটের ফল পুনর্বিবেচনা করতে পারে।