![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/1516800017-2101030845.jpg)
নানান শারীরিক জটিলতায় ভুগছেন প্রবীর মিত্র
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২১, ১৪:৪৫
বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। এখন তিনি ‘প্রবীণ’ হয়ে গেছেন। একসময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু এখন আর তাকে ক্যামেরার সামনে দেখা যায় না। তাই তো এই অভিনেতার খবরও খুব একটা চোখে মেলে না। সবশেষ এই অভিনেতা খবরের শিরোনামে এসেছিলেন, গেল জুলাইয়ে ৭৯ বছর বয়সে করোনা ভাইরাস জয় করে।
নানান অসুখে-বিসুখে জর্জরিত এই বরেণ্য অভিনেতা। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নেই।