ক্ষমতায় আসার পর ২০২০ ছিল সবচেয়ে কঠিন বছর : অ্যাঞ্জেলা মার্কেল
জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ২০২০ সালকে তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলের সবচেয়ে কঠিন বছর বলে বর্ণনা করেছেন। এ বছরের মেয়াদ শেষে ক্ষমতা ছাড়ার কথা রয়েছে মার্কেলের। তার আগে জাতির উদ্দেশ্যে নতুন বছর উপলক্ষে দেওয়া শেষ ভাষণে একথা বলেছেন তিনি।
তবে কোভিড-১৯-এর টিকা দেওয়া শুরু হওয়ায় ২০২১ আশার বছর হয়ে এসেছে বলেও তিনি উল্লেখ করেছেন। ২০০৫ সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন অ্যাঞ্জেলা মার্কেল। এ বছর মেয়াদ ফুরোলেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক জীবন থেকেও সরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।