সংসদ ভবন থেকে সরছে গাঁধী-মূর্তি

আনন্দবাজার (ভারত) নয়া দিল্লি প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২১, ০৩:২৩

সংসদ ভবনের মূল ফটকের সামনেই অতি পরিচিত গাঁধী মূর্তি। সংসদ চলাকালীন যাবতীয় ধর্না, বিক্ষোভ, প্রতিবাদ এই ১৬ ফুট উঁচু গাঁধী মূর্তির সামনেই হয়। পদ্মাসনে বসে থাকা জাতির জনক যেন সংসদের সকল ঘটনাবলির নীরব দর্শক। কিন্তু এখন সংসদ ভবন ও গাঁধী মূর্তির মাঝে দীর্ঘ ফাইবারের দেওয়াল। নতুন সংসদ ভবন তৈরির জন্য বর্তমান সংসদ ভবন ঢেকে ফেলা হচ্ছে। ঠিক হয়েছে, কাজ চলাকালীন এই গাঁধী মূর্তি সাময়িক ভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। পরে তা বসানো হবে নতুন সংসদ ভবনের মূল ফটকের সামনে। গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের ‘স্ট্যাচু অব ইউনিটি’-র শিল্পী রাম ভনজি সুতারই সংসদ ভবনের এই সুবিখ্যাত গাঁধী মূর্তিটি তৈরি করেছিলেন। ১৯৯৩-এ গাঁধী মূর্তি উন্মোচন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও