![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdead1-20210102142826.jpg)
জঙ্গলের ভেতর মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ
সাভারের আশুলিয়ায় জঙ্গলের ভেতর থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।