![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/kriti-sanon-2101020756.jpg)
নতুন বছরে কৃতির ভিন্নরকম প্রতিজ্ঞা
অন্যদের মতো নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। সেই সঙ্গে নতুন বছরে একটা প্রতিজ্ঞাও করেছেন এই অভিনেত্রী।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘থট জার্নাল’-এর ছবি পোস্ট করেছেন কৃতি।
তিনি জানান, নতুন বছরে মনের আবেগ চেপে রেখে নিজেকে প্রকাশ করবেন না ‘দিলওয়ালে’ অভিনেত্রী।