![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgaibndha-20210102134256.jpg)
ছাঁটাইয়ের প্রতিবাদে চিনিকলে বিক্ষোভ, এমডি অবরুদ্ধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলে আখমাড়াই বন্ধ ও শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
শনিবার (২ জানুয়ারি) সকাল থেকেই শ্রমিকরা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের অফিসের সামনে জমায়েত হয়ে তাকে ২ ঘণ্টা অবরুদ্ধ রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।