![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2013/11/23/76_mohila-parishad_press-briefing-_231113.jpg/ALTERNATES/w640/76_Mohila+Parishad_Press+briefing+_231113.jpg)
নারী অধিকার প্রতিষ্ঠায় আয়েশা খানমের অবদান স্মরণীয়: রাষ্ট্রপতি
মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “নারী অধিকার প্রতিষ্ঠায় আয়েশা খানমের অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
রাষ্ট্রপতি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।