শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২১, ১১:২২

করোনার কারণে অনিশ্চয়তার মুখে পড়া শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে আগামী ফেব্রুয়ারি থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরপর পর্যায়ক্রমে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সব শ্রেণিতে ক্লাস চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। গত বছর আটকে থাকা এইচএসসির মূল্যায়নের ফলও প্রকাশ করা হবে জানুয়ারিতেই।

সরকার শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বলে জানানো হয়েছে। এদিকে শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা পরিস্থিতি ভালো হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ভালো না হলে খুলবে না। গত বছরের ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে এবং চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও