![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/01/02/og/105043_bangladesh_pratidin_Islam.jpg)
শীতে অজুর ফজিলত
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২১, ১০:৫০
পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি আমলের নাম অজু। নামাজ, কোরআন তিলাওয়াত, তাওয়াফ ইত্যাদির জন্য করতে হয়। এতে পানির সাহায্যে হাত-মুখ ধুতে হয়। কোনো অঙ্গ আবার মাসেহ করতে হয়। এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। এর মাধ্যমে মানুষের শারীরিক ও আত্মিক উৎকর্ষতা লাভ হয়। মুমিন বান্দা মহান আল্লাহর মহব্বতের পাত্র হতে পারে।
- ট্যাগ:
- ইসলাম
- অজু
- ফজিলত
- শীতকাল
- গুরুত্বপূর্ণ তথ্য