সীমান্তে ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেল ভারতীয় পুলিশ
বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে নেমে আসামের করিমগঞ্জ জেলার বালিয়া এলাকায় শুক্রবার (১ জানুয়ারি) এ সুড়ঙ্গের খোঁজ পাওয়ার দাবি করা হয়। পাচার, অপহরণসহ আন্তর্জাতিক চোরাচালানে সুড়ঙ্গটি ব্যবহার হয় বলে তথ্য পেয়েছে করিমগঞ্জ জেলা পুলিশ।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত রোববার (২৭ ডিসেম্বর) করিমগঞ্জের নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন নামে এক ব্যক্তি অপহরণের শিকার হন।
পরে তার পরিবারের কাছে বাংলাদেশি নম্বর থেকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দিলোয়ারের পরিবার টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা কিছু নির্দেশনা দেয় এবং পাশ্র্বর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে টাকা দিতে বলে। পুলিশ এলিমুদ্দিনকে গ্রেফতার করলে দিলোয়ারকে ছেড়ে দেয় তারা।