![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F01%2F02%2Fnewfile.jpg%3Fitok%3DHcg8uHTN)
জয়ে নতুন বছর শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের
দারুণ জয় দিয়ে নতুন বছর শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে উলে গুনার সুলশারের দল।
গতকাল শনিবার নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ম্যানইউ। দলের পক্ষে গোল করেছেন মার্সিয়াল ও ফার্নান্দেস। আর অতিথিদের হয়ে একমাত্র গোলটি করেন বারট্রান্ড ট্রাউর। এই জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে স্পর্শ করল ম্যানইউ। চলতি মৌসুমে এখন দুদলেরই সমান পয়েন্ট।