করোনা সংকট কেটে মাসে দেড় লাখ ডলারের কাঁকড়া রফতানি
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর ইউরোপের দেশগুলোতে কাঁকড়ার বাজারে মন্দা শুরু হয়। তবে বছর ঘুরতে সে সংকট কেটে গেছে। ইউরোপের চারটি দেশের বাজার ফিরে পেয়েছেন খুলনার কাঁকড়া চাষীরা। এই চার দেশে প্রতিমাসে গড়ে দেড় লাখ ডলার মূল্যের কাঁকড়া রফতানি হচ্ছে।
মার্চ মাস থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ইউরোপের দেশগুলো হিমায়িত খাদ্য আমদানি বন্ধ করে দেয়। সে সময় কমপক্ষে ৮০টি অর্ডার বাতিল হয়। এতে সঙ্কটে পড়েন খুলনাঞ্চলের কাঁকড়া চাষ ও প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িতরা।