২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। যা এখন পুরো বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে, কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। সেই উহানেই জমকালোভাবে স্বাগত জানালো ২০২১ সালকে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়, প্রথা অনুযায়ী উহানের পুরাতন হ্যাঙ্কো কাস্টমস হাউজের সামনে জড়ো হন শত শত মানুষ। ঘড়ির কাঁটা রাত ১২ টা স্পর্শ করতেই বেলুন উড়িয়ে নবর্ষকে বরণ করে নেন তারা। এ সময় বেশ কয়েকজনকে মাস্ক ছাড়াও দেখা গেছে। । এ সময় মানুষের ভীড় সামলানোর জন্য অসংখ্য পুলিশ মোতায়েন করে উহান কর্তৃপক্ষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.