করোনায় এমনিতে গেল বছরটা নানা দুঃখ, কষ্ট আর দুঃসংবাদে পার হয়েছে। বছরের শেষ দিনে আসিফভক্তরা পেয়েছেন সবচেয়ে খারাপ খবর। এদিন আসিফ জানতে পারেন, তাঁর বাড়িতে আদালতের সমন এসেছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আর এই মামলা করেছেন আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। আসিফের বিরুদ্ধে ন্যানসির মানহানির মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।
যোগাযোগ করা হলে প্রথম আলোকে আসিফ আকবর বলেন, ‘কবে কখন এমন ঘটনা ঘটেছে, কিছুই জানি না। মামলার বিষয়ে ডিটেইলস কিছুই জানি না। শুনেছি মামলা ন্যানসি করেছেন। সবকিছু হাতে পেলে আইনিভাবে মোকাবিলা করব, কারণ বরাবরই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপাতত এর বেশি কিছুই বলতে চাই না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.