You have reached your daily news limit

Please log in to continue


হাথরস থেকে সেই বিতর্কিত জেলাশাসককে সরাল যোগী সরকার

হাথরসের বিতর্কিত জেলাশাসক প্রবীণ কুমার লক্সককে সরাল যোগী আদিত্যনাথের সরকার। প্রবীণ-সহ মোট ১১ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে বৃহস্পতিবার রাতে। হাথরস থেকে প্রবীণ বদলি হলেন পূর্ব উত্তরপ্রদেশের মির্জাপুরে। নতুন বছরের প্রাক্কালেই আমলা স্তরে ব্যাপক রদবদল করল যোগী আদিত্যনাথ প্রশাসন। বিতর্কিত কথাবার্তা এবং কাজের জন্য গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে ছিলেন প্রবীণ। হাথরসের ১৯ বছরের তরুণীর গণধর্ষণের মামলা নিয়ে উত্তাল হয়েছিল দেশ। গণধর্ষণে অভিযুক্তদের আড়াল করা থেকে নির্যাতিতার দেহ সৎকার, বয়ান বদলের জন্য নির্যাতিতার পরিবারের লোকজনের উপর চাপ সৃষ্টি করা থেকে সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া— এ সব কাজই কাঠগড়ায় তুলেছিল ইতিহাসের ছাত্র প্রবীণকে। কিন্তু তা সত্ত্বেও তাঁকে নিয়ে নির্বিকার ছিল যোগী সরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন