২০২০ সাল ছিল বাঁশময় বিস্ময়কর এক বছর। জনে জনে বাঁশ খেয়েছে এ বছরে। আপনি–আমিও এর বাইরে নই। কিন্তু বাঁশ খাওয়ার পর তা হজম করে ফেলাও কিন্তু একটা শিল্প। সেই শৈল্পিক পারদর্শিতা অর্জন করা অত্যন্ত জরুরি বিষয়। কারণ, এই পারদর্শিতা অর্জনের মাধ্যমেই নতুন ২০২১ সালে আমরা হাসির উপলক্ষ খুঁজে পেতে পারি।
বিশে বাঁশ দিয়েছে একটি ছোট্ট ভাইরাস। মানুষ শত্রুরও ডাকনাম দেয়। নতুন করোনাভাইরাস তাই হয়ে যায় শুধুই করোনা। এটি বিশ্বজুড়েই সব মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে। কমবেশি সবার মুখে মাস্ক উঠেছে। আমাদের দেশে আবার মাস্ক যে থুতনিতে রাখার জিনিস, তা–ও দেখিয়ে দিয়েছে। মাস্ক খুলে যে পিচিক করে রাস্তায় কফ-থুতু ফেলতে হয়, তা শিখিয়েছে। এ বছরের কথা উঠলেই বিজ্ঞজনেরা মাথা নেড়ে বলেন, করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। শেখাতে চেয়েছে ঠিকই, তবে আমরা আদতে কতটুকু শিখেছি, তা রাস্তায় নামলে অনেকটাই টের পাওয়া যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.