চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটে পিকনিকের অনুষ্ঠানে সংঘর্ষে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচির সময় নিজেদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয় দু’জনকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তাদের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.