করোনাকালে দেশে দেশে ‘রুদ্ধদ্বার’ বর্ষবরণ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ০৯:৪৬

‘বিষময় ২০২০’ বিদায় জানাতে যেভাবে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল মানুষ, বিশ্বের ইতিহাসে এমনটি আগে হয়েছে কি না সন্দেহ! অবশেষে শেষ হয়েছে সেই অপেক্ষার পালা। এসেছে নতুন বছর, জেগেছে নতুন আশা। তবে ইংরেজি নতুন বর্ষ বরণে যতটা আগ্রহ ছিল সবার মধ্যে, উদযাপনে দেখা যায়নি তার ছিটেফোঁটাও। বলা যায়, দেখানো সম্ভব হয়নি। কারণ মহামারি এখনও যায়নি, উল্টো অনেক দেশেই বাড়ছে সংক্রমণ। ফলে কড়া বিধিনিষেধের বেড়াজালে অন্যরকম এক বর্ষবরণের সাক্ষী হলো বিশ্ববাসী।

এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারদিকে। মুহুর্মুহু আতশবাজি ফুটিয়ে, ফানুস উড়িয়ে নতুন বর্ষকে বরণ করা হয়েছে অনেক দেশে। তবে বেশিরভাগ জায়গাতেই সংক্রমণরোধে বাইরে অনুষ্ঠান-উদযাপনে ছিল কড়া নিষেধাজ্ঞা। একারণে আনন্দ-উৎসব যা হওয়ার, হয়েছে ঘরে অথবা বাড়ির ছাদেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও