![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F81ff234b-177a-4970-a913-80127a4ac19d%252FFashon.jpg%3Frect%3D55%252C0%252C1181%252C620%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নতুন বছরের ফ্যাশন: স্বাস্থ্য আর স্বস্তির জয়জয়কার
প্রথম আলো
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ০৮:৫৭
সারা দুনিয়াতেই করোনার ঢেউ এসে, সব সময় বাইরে যাওয়া, বাইরের পোশাক পরা, বাইরের উপযোগী সাজগোছের গুরুত্ব কমিয়ে আনছে। দিনের একটা বড় সময় এখন মানুষ ঘরে কাটায়। হোম অফিস, অনলাইন ক্লাস, জুম মিটিং, অনলাইন ইন্টারভিউ বা ভিডিও কনফারেন্সে আত্মীয়–বন্ধুদের সঙ্গে কথোপকথন বর্তমান প্রেক্ষাপটে খুবই পরিচিত ব্যাপার ঘরে ঘরে।
তবে সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী চাকরি বা ব্যবসার খাতিরে হোক অথবা দরকারি বাজার সদাই, কেনাকাটা ও সীমিত পরিসরে পারিবারিক বা অফিশিয়াল অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হোক, বের আমাদের হতেই হয়। তাই ঘরে ও বাইরে সামনের বছর সমান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে ফ্যাশনের গতিবিধির নিরিখে। দেখা যাচ্ছে, ২০২১–এর ফ্যাশনের পূর্বাভাসে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি খুব বেশি গুরুত্ব পাচ্ছে।