![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fe3acdd6c-4a21-42e2-adab-4026b5d01f11%252Famir.jpg%3Frect%3D0%252C40%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
আমিরের সরে যাওয়ায় কষ্ট পেয়েছেন পাকিস্তান ক্রিকেটের প্রধান
পাকিস্তান ক্রিকেটে এ মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় সম্ভবত মোহাম্মদ আমিরের হঠাৎ অবসর। টেস্ট ক্রিকেট থেকে তো আগেই অবসর নিয়েছিলেন, কদিন আগে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণেই পাকিস্তানের হয়ে আর না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন আমির। অথচ তাঁর বয়স মাত্র ২৮ বছর! এত কম বয়সে অবসরের পাশাপাশি চমক জাগিয়েছে বাঁহাতি ফাস্ট বোলারের কথাও। অবসরের কারণ হিসেবে বলেছিলেন, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘মানসিক অত্যাচার’ সইতে না পেরে অবসর নিয়ে নিয়েছেন। স্বাভাবিকভাবেই এরপর থেকে পাকিস্তানের সাবেকরাও এর পক্ষে-বিপক্ষে কথা বলছেন। কেউ আমিরের সিদ্ধান্তকে ভুল বলছেন, তো কেউ মুণ্ডুপাত করছেন পিসিবির।
যাদের নিয়ে এত আলোচনা, সেই পিসিবি এত দিন কিছু বলেনি। এবার সংস্থাটির চেয়ারম্যান এহসান মানি কথা বলেছেন আমিরের অবসর নিয়ে। এভাবে আমিরের অবসরে ‘দুঃখ পেয়েছেন’ জানিয়ে মানি বললেন, ঘোষণার আগে আমির একবার অন্তত পিসিবির সঙ্গে কথা বলে দেখতে পারতেন!