তাঁর দলের ১৭ জন বিধায়ক আরজেডি-র সঙ্গে যোগাযোগ রাখছে— এমন দাবি উড়িয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার।
অরুণাচলপ্রদেশে তাঁর দলের বিধায়করা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তেজস্বী যাদবের আরজেডি ও তাদের জোটসঙ্গী কংগ্রেস নীতীশকে বিজেপির সঙ্গ ছাড়ার আবেদন জানাচ্ছে। নীতীশ সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার পরে বুধবার আরজেডি-র প্রবীণ নেতা শ্যাম রজক দাবি করেন, জেডিইউ-র ১৭ জন বিধায়ক বিজেপির বিরোধিতা করে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২৪৩ আসনের বিহার বিধানসভায় শাসক এনডিএ জোটের ১২৫ জন বিধায়ক রয়েছেন, যার মধ্যে নীতীশের দল জেডিইউ-এর সদস্য সংখ্যা মাত্র ৪৩। আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলির মোট সদস্য সংখ্যা ১১০ (আরজেডি ৭৫, কংগ্রেস ১৯ এবং বামেরা ১৬)। সংখ্যায় কমজোর হওয়া নীতীশের উপরে বিজেপি নেতারা নানা রকম চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ। তবে রজকের দাবি উড়িয়ে নীতীশ বলছেন, “কেউ ওদের সঙ্গে যোগাযোগ রাখছে না। বিরোধীরা ভিত্তিহীন কথা বলছেন।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.