করোনা পরীক্ষায় নেগেটিভ লন্ডন ফেরত সহযাত্রীরা
গত ২০ ডিসেম্বর লন্ডন থেকে কলকাতায় আসা যে যুবকের শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে, তাঁর সঙ্গে একই উড়ানে শহরে আসা এক মহিলা সহ তিন যাত্রীর সন্ধান মিলল বক্সার জঙ্গলে। খোঁজ মিলতেই রিসর্টে আটকে দেওয়া হয় তাঁদের। ওই তিন জনের লালা রসের নমুনা পরীক্ষার পরে রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর।
সূত্রের খবর, হুগলির বাসিন্দা ওই তিন পর্যটক দু’দিন আগে রাজাভাতখাওয়ার কাছে বন উন্নয়ন নিগমের বাংলোতে এসে ওঠেন। ওই তিন জনের সঙ্গে পরিবারের আরও পাঁচজন রয়েছেন। বুধবার সেই খবর জানতে পারেন আলিপুরদুয়ারের স্বাস্থ্য কর্তারা। বৃহস্পতিবার ওই আটজনের পাশাপাশি তাঁদের সংস্পর্শে আসা বন বাংলোর পাঁচ জন কর্মীরও নমুনা সংগ্রহ করে কোচবিহারে পরীক্ষায় পাঠানো হয়। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ দিন রাতে সকলেরই রিপোর্ট নেগেটিভ আসে। আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, ‘‘ওই তিন যাত্রী-সহ বাকিদের দেহে করোনার কোনও উপসর্গ মেলেনি।