চার্জশিটের আগে আসামির হাজিরা অব্যাহতি চায় সংসদীয় কমিটি
কোনো মামলার অনেক আসামি হলে সেক্ষেত্রে চার্জশিটের আগে হাজিরা অব্যাহতির ব্যবস্থা চায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া দীর্ঘদিন ধরে চলা মামলার চার্জশিট দ্রুত দেয়ার ব্যবস্থা চায় তারা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য বিএনপির এমপি রুমিন ফারহানা বলেন, অনেক মামলা বছরের পর বছর ধরে চলে চার্জশিট দেয়া হয় না। সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট দেয়ার সময় ৭৭ বার পিছিয়েছে। এগুলো নিয়ে আলোচনা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। অনেক মামলায় বেশি সংখ্যক আসামি করা হয়।