You have reached your daily news limit

Please log in to continue


মহামারীতে বিশ্বজুড়ে নিরানন্দ, বর্ণহীন বর্ষবরণ

বছরজুড়ে ত্রাস সৃষ্টি করা করোনাভাইরাসের আতঙ্ক নিয়েই আসতে চলেছে নতুন আরেকটি বছর। তাই প্রতিবারের মতো এবারের বর্ষবরণের উৎসবে নেই কোনও উদ্দীপনা-হৈ হুল্লোড় কিংবা বর্নিল আতশবাজি দেখতে মানুষের ভিড়। তবুও মহামারীতে নানা দুর্ভোগের বছর ২০২০-কে বিদায় জানাতে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই স্বল্প পরিসরে, অনেকটাই নীরবে-নিভৃতে হলেও বিশ্বজুড়ে মানুষ স্বাগত জানাচ্ছে ২০২১ সালকে। বিশ্বের বহু দেশই করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাব মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তাই বিভিন্ন দেশের বড় বড় শহর-নগরীগুলোতে নববর্ষ উদযাপনের এই সময়ে জারি রয়েছে কঠোর সব বিধিনিষেধ। সিডনি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন নগরীতে বাতিল করা হয়েছে আতশবাজি প্রদর্শণী, লোক সমাগম। করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরননিয়ে উদ্বেগে থাকা ইউরোপে নববর্ষ উদ্‌যাপনে নেই কোনও উদ্দীপনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন