মহামারীতে বিশ্বজুড়ে নিরানন্দ, বর্ণহীন বর্ষবরণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ২২:০৩

বছরজুড়ে ত্রাস সৃষ্টি করা করোনাভাইরাসের আতঙ্ক নিয়েই আসতে চলেছে নতুন আরেকটি বছর। তাই প্রতিবারের মতো এবারের বর্ষবরণের উৎসবে নেই কোনও উদ্দীপনা-হৈ হুল্লোড় কিংবা বর্নিল আতশবাজি দেখতে মানুষের ভিড়।

তবুও মহামারীতে নানা দুর্ভোগের বছর ২০২০-কে বিদায় জানাতে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই স্বল্প পরিসরে, অনেকটাই নীরবে-নিভৃতে হলেও বিশ্বজুড়ে মানুষ স্বাগত জানাচ্ছে ২০২১ সালকে।

বিশ্বের বহু দেশই করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাব মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তাই বিভিন্ন দেশের বড় বড় শহর-নগরীগুলোতে নববর্ষ উদযাপনের এই সময়ে জারি রয়েছে কঠোর সব বিধিনিষেধ।

সিডনি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন নগরীতে বাতিল করা হয়েছে আতশবাজি প্রদর্শণী, লোক সমাগম। করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরননিয়ে উদ্বেগে থাকা ইউরোপে নববর্ষ উদ্‌যাপনে নেই কোনও উদ্দীপনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও