আইফেল টাওয়ার আর শঁজেলিজেকে সঙ্গী করে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারও মানুষ ছুটে আসতেন প্যারিসে। জমকালো সব আয়োজনে শঁজেলিজেতে জড়ো হতেন লাখও মানুষ। জিরো আওয়ারে এসে ব্যস্ত হতো আতশবাজির আনুভূমিক উল্লাস। ঘড়ির কাটায় ১২টা ১মিনিট বাজার সঙ্গে সঙ্গে শ্যাম্পেনের স্রোতে ভেসে উঠতো প্যারিসের রাজপথ-গলিপথ।
মহামারি করোনা এবার সব স্তব্ধ করে দিয়েছে। ফ্রান্সে থার্টিফার্স্টের সব আয়োজন বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশেষ করে প্যারিসে রাতে যাতে কেউ বের হতে না পারে সেজন্য সন্ধ্যা ৮টা থেকে পাবলিক পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুরাল্ড দারমানিন বলেছেন- ৩১ ডিসেম্বর দিবাগত রাতে কেউ যাতে বিনা কারণে ঘর থেকে বের হতে না পারে, সেজন্য শুধু প্যারিসের এক লাখ পুলিশ মোতায়েন থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.