বিশ্ববিদ্যালয় ভর্তি, ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁদের মধ্যে দুজন ব্যাংক কর্মকর্তা।
সিআইডি বলছে, প্রশ্নপত্র ফাঁসের এই চক্রটি তিন ভাগে কাজ করত। এক ভাগের দায়িত্ব ছিল ছাত্র সংগ্রহ করা, একটি ভাগ ফাঁস করা প্রশ্নপত্রের সমাধান করত এবং আরেক ভাগ পরীক্ষার কেন্দ্র দেখাশোনার কাজে নিয়োজিত ছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রশ্ন জালিয়াত চক্রের ‘দ্বিতীয় প্রধান’ অগ্রণী ব্যাংকের রাজশাহী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মানিক কুমার প্রামাণিক (৩৮), জনতা ব্যাংকের ঢাকার দিলকুশা শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রাকিবুল হাসান ওরফে শান্ত (২৫), তাঁদের সহযোগী রাশেদুজ্জামান ওরফে সজীব (৩৬), হাসান মাহমুদ (২২), মো. শফিকুল ইসলাম (৩০), রিপন কুমার (২৬)। মানিক প্রামাণিকের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি ডায়েরি ও একটি নিশান গাড়ি জব্দ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.