হল খোলাসহ ৩ দাবি প্রগতিশীল ছাত্রজোটের
স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা, অবিলম্বে ক্যাম্পাস খোলার রোডম্যাপ হাজির করা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদকে যুক্ত করে মনিটরিং সেল চালু করাসহ তিন দফা দাবি জানিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। এসব দাবিতে নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন জোটের নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করেন প্রগতিশীল ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ছাত্রজোটের অন্য দুই দাবি হলো করোনা পরিস্থিতিতে এ বছরের সব বেতন-ফি মওকুফ করা, ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ বা বাধ্য না করা এবং টিএসসির বর্তমান অবকাঠামো ভেঙে ফেলে বা পরিসর নষ্ট করে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা৷
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৮ মাস, ২ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে