বিনা দোষে বন্দি: আরমানকে এখনই মুক্তি ও ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রায় পাঁচ বছর ধরে কারাগারে থাকা পল্লবীর বেনারসীর কারিগর মো. আরমানকে এখনই মুক্তি এবং ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পুলিশের মহাপরিদর্শককে (আইজি) ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্দেশ প্রতিপালনের হলফনামা দাখিল করতে বলা হয়েছে।
এছাড়া আরমানকে গ্রেপ্তার এবং তার জেল খাটার ঘটনায় চার পুলিশ কর্মকর্তার দায় নিরূপন এবং দায় থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজিকে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিনা অপরাধ
- কারাবাস
- মো. আরমান