কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুবরাজের বাবা মহাবিরক্ত!

কালের কণ্ঠ ভারত প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১৮:২৯

অবসর গ্রহণের এক বছরের বেশি সময় পর আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন ভারতের দুই বিশ্বকাপজয়ী মহাতারকা যুবরাজ সিং। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়মের জালে ফেঁসে তার ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে অনুমতি দেয়নি। এমন ঘটনায় মহাবিরক্ত হয়েছেন তার বাবা যোগরাজ সিং। তার মতে, যুবরাজকে খেলতে দিলে আখেরে তরুণ ক্রিকেটারদের লাভ হতো।

অবসর নেওয়ার পরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কানাডা এবং টি-টেন লিগে খেলেছেন যুবরাজ। ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, বিদেশের কোনো লিগে খেললে সেই ক্রিকেটারকে আর ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন না; আইপিএলেও নয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার জন্যে পঞ্জাবের ক্যাম্পে যোগ দিয়েছিলেন যুবরাজ। কিন্তু অনুমতি না পাওয়ায় তাকে দল ছাড়তে হয়েছে। এ ব্যাপারে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যোগরাজ সিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও