পদ্মায় জেলেদের জালে এবার ২৯ কেজি ওজনের একটি বাঘাড় মাছ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার মাছটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে উঠলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা ২৭ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে দুপুরেই ৩১ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন।
এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পদ্মা-যমুনা নদীর মোহনায় দৌলতদিয়ার এক জেলের জালে প্রায় ২৭ কেজি ওজনের কটি কাতলা মাছ ধরা পড়ে। মাছটি পরদিন মঙ্গলবার দৌলতদিয়া মাছ বাজারে তোলা হলে নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৫০০ টাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, বুধবার দিবাগত রাতে পদ্মা নদীতে জাল ফেলে জেলেরা তেমন ভালো কোনো মাছ পাননি। বৃহস্পতিবার সকালের দিকে পদ্মা-যমুনার মোহনায় গোয়ালন্দ উপজেলার শেষ সীমানা মানিকগঞ্জের আরিচার কাছাকাছি এলাকায় জাল ফেলে গোয়ালন্দের দিকে ভাটিতে আসতে থাকেন। জাল গুটিয়ে গোয়ালন্দের দেবগ্রামের কাছাকাছি পৌঁছে নৌকায় তোলার শেষের দিকে জালে বড় ধরনের ঝাঁকি দেয়। তখনই জেলেরা বুঝতে পারেন জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল টেনে নৌকায় তুলে দেখতে পান বিশাল আকারের একটি বাঘাড় মাছ ধরা পড়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.