বছরের প্রথম দিনই বই পাবে প্রাথমিক, মাধ্যমিকে লাগবে ১২ দিন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই নতুন বই হাতে পাবে; তবে মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে নতুন ক্লাসের বই বিতরণ করা হবে ১২ দিনে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার এক দিনে পাঠ্যপুস্তক উৎসব না করে ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জন শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি বই বিতরণ করা হবে ধাপে ধাপে।
প্রাথমিকের সব বই বিতরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠনো হলেও মহামারীর মধ্যে বই ছাপনোর কাজে বিঘ্ন ঘটায় মাধ্যমিকের সব বই এখনও শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা বলছেন, প্রত্যোক ক্লাসের বই পাঠানো হয়েছে। যেসব ক্লাসে বইয়ের সংখ্যা বেশি, সেসব ক্লাসের কিছু বই এখনও স্কুলে পৌঁছানো যায়নি, আগামী সপ্তাহের মধ্যেই সব বই পৌঁছে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.