বয়স ৩৬ ছুঁই ছুঁই। কিন্তু এর কোনো ছাপ নেই ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্সে। ফুটবলের সবুজ আঙিনায় এখনও খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। আর এখানেই থামতে চান না তিনি। জিততে চান বিশ্বকাপ, খেলা চালিয়ে যেতে চান আরও অনেক বছর। চলতি মৌসুমে সেরি আয় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় ১০ ম্যাচে করেছেন ১২ গোল। তার দল ইউভেন্তুস অবশ্য ভালো অবস্থানে নেই। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে তুরিনের দলটি। শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে পিছিয়ে আছে ১০ পয়েন্টে।
ক্যারিয়ারের অসাধারণ পথচলায় অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। তার সামনে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড। আর মাত্র আট গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ইরানের আলি দাইকে (১০৯ গোল) ছাড়িয়ে যাবেন আগামী ফেব্রুয়ারিতে ৩৬ বছরে পা দিতে যাওয়া পর্তুগিজ ফরোয়ার্ড।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.