শত বছরের মধ্যে বৃহত্তম বিপর্যয়
যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে মাস্টার্স বা স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন বাংলাদেশের মাহরাবিন। সেখানে যেতে ৪ জানুয়ারির বিমান টিকিট কাটেন। কিন্তু নতুন বছরের শুরুতে তাঁর বিদেশ যাওয়ার স্বপ্নে কি না করোনার আঘাত। কারণ, অনেক এয়ারলাইনস বা বিমান সংস্থাই যুক্তরাজ্যে ফ্লাইট বা উড়ান বাতিল করেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতেই তাদের এমন সিদ্ধান্ত। ফলে বাতিল হয়ে গেল মাহরাবিনের ফ্লাইটও। তবে চালু হলে যেতে পারবেন। কিন্তু সেই সুদিন কবে আসবে, তা অনিশ্চিত।
বিদায়ী বছরের মার্চে করোনাভাইরাস দেশে দেশে ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বিমানবন্দরগুলোর হ্যাঙ্গারে পড়ে থাকে বিমান সংস্থাগুলোর শত শত উড়োজাহাজ। তখন অনেক বিমানবন্দরও বন্ধ হয়ে যায়। বলা হয়, বাণিজ্যিকভাবে বিমান পরিবহন চালু হওয়ার ১০০ বছরের ইতিহাসে এই খাত আর কখনো এমন বিপর্যয়ের মুখে পড়েনি।