ফেনীতে ব্যবসায়ীকে অপহরণের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিডি নিউজ ২৪ ফেনী প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১৬:০৩

ফেনীতে এক ঠিকাদারকে অপহরণ করে নির্যাতন চালানোর মামলায় ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জাহানপুরের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএনএম নুরুজ্জামান।
গ্রেপ্তার শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া জেলা যুবলীগ সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশের পরিদর্শক নুরুজ্জামান আরও জানান, দরপত্র দিতে গিয়ে অপহরণ ও নির্যাতনের ঘটনায় গত ২৭ ডিসেম্বর ঠিকাদার খলিলুর রহমান বাদী হয়ে শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়াসহ আটজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও