![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/31/og/153110_bangladesh_pratidin_drone.jpg)
ভারত মহাসাগরে চীনের আন্ডারওয়াটার ড্রোনের ছড়াছড়ি
ভারত মহাসাগরে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য বিপুল সংখ্যক আন্ডারওয়াটার ড্রোন পাঠিয়েছে চীন। ড্রোনগুলোর নাম সি উইং গ্লাইডার। চীনা ভাষায় তাদের নাম হাইয়ি। ডিফেন্স অ্যানালিস্ট হাই সুট্টন সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে লিখেছেন, চীন ভারত মহাসাগরে যে ড্রোনগুলো পাঠিয়েছে, সেগুলোকে বলে আনক্রুড আন্ডারওয়াটার ভেহিকেল। অর্থাৎ ওই ড্রোনগুলোতে কোনও মানুষ নেই।
ভারতীয় মিডিয়া বলছে, ২০১৯ সালের ডিসেম্বরের মাঝামাঝি ড্রোনগুলো পাঠানো হয়। ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে সেগুলো ৩৪০০ বার গোপন তথ্য সংগ্রহ করেছিল। হাই সুট্টন লিখেছেন, একসময় মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ওই ধরনের ড্রোন পাঠিয়েছিল। ২০১৬ সালে চীন আমেরিকার একটি ড্রোনকে ধ্বংস করে দেয়।