মাদ্রাসাছাত্রকে ধর্ষণ: শিক্ষককে ন্যাড়া করে পুলিশে দিলো জনতা
চাঁদপুরের কচুয়ায় একটি কওমী মাদ্রাসার হেফজখানার ১৩ বছরের ছাত্রকে ধর্ষণে অভিযোগে শিক্ষক ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের পর বুধবার (৩০ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক ওমর ফারুককে বহিষ্কার করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ওই মাদ্রাসায় ওই ছাত্রকে শিক্ষক ওমর ফারুক ধর্ষণ করে। পরে ছেলেটি এসে লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর মঙ্গলবার মাগরিবের পর উত্তেজিত জনতা মাদ্রাসায় গিয়ে তাকে আটক করে মাথা ন্যাড়া করে দেয়। তাৎক্ষণিক কচুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তারা জনতার রোষাণল থেকে তাকে বাঁচাতে মাদ্রাসার একটি কক্ষে নিরাপদ স্থানে রাখে। পরে জনতা আরও ক্ষিপ্ত হয়ে পড়ে এবং মাদ্রাসার জানালার গ্লাস ও সাইনবোর্ড ভাঙচুর করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেনের নেতৃত্বে আওয়ামী অংঙ্গসংঠনের নেতারা জনতাকে শান্ত করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.