গ্রীসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের পাশে দূতাবাস
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আসুদ আহমেদের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একটি টিম পশ্চিম গ্রীসের ওলগা অঞ্চলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ক্ষতিগ্রস্ত আবাসস্থল পরিদর্শন করেন। গত ২৪ ডিসেম্বরে গ্রীসের ওলগা এলাকায় এক ভয়াবহ আগুনে প্রায় ৭০ জন প্রবাসী বাংলাদেশি কৃষি শ্রমিকের অস্থায়ী আবাসস্থল সম্পূর্ণরূপে পুড়ে যায়।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গ্রীসের এথেন্সে বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে। প্রবাসী শ্রমিকগণ সে সময় কৃষিক্ষেত্রে কর্মরত থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। তবে আগুনে তাদের টাকা পয়সা, পাসপোর্ট, পোশাক ও খাদ্যসহ সবকিছু সম্পূর্ণরূপে পুড়ে যায়। ঘটনার অব্যবহিত পরে গ্রীসের বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পোশাক, খাদ্য ও পানি বিতরণ করে। পরিদর্শনকালে প্রবাসী বাংলাদেশিগণ এ সংকটকালে তাদেরকে বিনা ফিতে পুনরায় পাসর্পোট প্রদানসহ অন্যান্য সকল সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান। দূতাবাসের আহ্বানে এথেন্সসহ গ্রীসের বিভিন্নস্থানে বসবাসরত প্রবাসী নেতৃবৃন্দ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সাধ্যমত সাহায্য বিতরণ করছেন।