কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজ রিটার্ন জমার শেষ দিন

প্রথম আলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১১:৫৫

আজ বৃহস্পতিবারই শেষ দিন। ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমার জন্য আপনার হাতে আজকের দিনটিই আছে। আজকের মধ্যেই রিটার্ন জমার কাজ শেষ করতে হবে। তবে মনে রাখতে হবে, আজ ব্যাংক বন্ধ। ফলে পে অর্ডার বা কর পরিশোধের কোনো কাজ করা যাবে না।

অবশ্য গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আজ বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকায় করদাতারা যেন বুধবারই আয়করসংক্রান্ত কার্যক্রম সেরে ফেলেন।

করোনার কারণে এবার বিশেষ বিবেচনায় এক মাস সময় বাড়ানো হয়েছে। সেই সময়ও শেষ হচ্ছে আজ। বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে এনবিআরকে কিছু বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। গত বাজেটে জরুরি বা দুর্যোকালে সুদ মওকুফ করার ক্ষমতা দিয়ে বিশেষ অধ্যাদেশ জারি করা হয়েছিল। সেই ক্ষমতাবলে গত ৩০ নভেম্বর এনবিআর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও