রপ্তানিতে নতুন মাত্রা পিপিই-মাস্ক
কালের কণ্ঠ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১১:০৪
বিশ্বব্যাপী কভিড-১৯-এর প্রভাবে ক্রয়াদেশ বাতিল, কার্যাদেশ স্থগিত ও বিক্রি হওয়া পণ্যের দাম না পাওয়ায় দেশের বেশির ভাগ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকসহ ব্যবসা হারিয়েছে দেশের সব রপ্তানি খাত। ফলে এই সময়ে পুরো রপ্তানি শিল্প পড়ে ইতিহাসের বড় ধসে। এই সময়ে করোনা পণ্য রপ্তানি নতুন মাত্রা যোগ করে রপ্তানি খাতে। দেশের উদ্যোক্তারা বিশ্ববাজারে রপ্তানি করেছেন ব্যক্তি সুরক্ষার পণ্য পিপিই ও মাস্ক
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, করোনার প্রকোপ শুরু হওয়ার পর বিশ্ববাজারে কমতে শুরু করে পোশাক বিক্রি। মার্চের পর থেকে তা আরো প্রকট হয়।