You have reached your daily news limit

Please log in to continue


আসুসের পাতলা গড়নের টু-ইন-ওয়ান ল্যাপটপ

হালকা-পাতাল গড়নের ‘জেনবুক ফ্লিপ এস (ইউএক্স ৩৭১)’ মডেলের টু-ইন-ওয়ান কনভার্টিবল ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে আসুস। ল্যাপটপটির ওজন ১ দশমিক ২ কেজি। আর ১৪ মিলিমিটারের চেয়েও পাতলা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসুস। নকশায় রেড কপার ও ডায়মন্ড কাট হাইলাইট রয়েছে। এর ৩৬০ ডিগ্রি ইরগোলিফট হিঞ্জ ডিসপ্লে পুরোপুরি মেলে ব্যবহার করা যায়। ল্যাপটপটিতে থাকছে আসুস পেন ২.০ অ্যাকটিভ স্টাইলাস। জেনবুক ফ্লিপ এসের ডিসপ্লেতে সবচেয়ে বেশি জোর দিচ্ছে আসুস। ১৩ দশমিক ৩ ইঞ্চির ফোরকে ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লেটি ৩৮৪০ x ২১৬০ পিক্সেল রেজ্যুলেশনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন