বরফ মাখল শ্রীনগর, শৈত্যপ্রবাহ দিল্লিতে
বছর শেষের আগেই হিমেল হাওয়ায় কাঁপন ধরল রাজধানী-সহ উত্তরের ভারতের রাজ্যগুলিতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গা ঢাকল বরফের চাদরে। পারদ নামল পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, রাজস্থানে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে হিমালয়ের কোল-ঘেঁষা রাজ্যগুলির কোথাও বিক্ষিপ্ত কোথাও ভাল রকম বরফ পড়েছে। পার্বত্য হিমালয় থেকে নেমে আসা শুষ্ক-শীতল বায়ুপ্রবাহের জেরে তাপমাত্রা কমেছে সমতলেও। দিল্লি-সহ উত্তর ভারতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ দিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। দু’টোই স্বাভাবিকের থেকে বেশ কম। মঙ্গলবার রাতে হরিয়ানার হিসারে তাপমাত্রা নামল শূন্য ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানিয়েছে, নববর্ষের রাতে তাপমাত্রা আরও নামবে।