‘রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানোর প্রশ্নই ওঠে না’
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১৭:০০
রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, সেখানে যারা গেছেন, তারা সবাই স্বেচ্ছায় গেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। আর ২৯ ডিসেম্বর ১৮০৪ জনকে পাঠানো হয়েছে। কোনো রোহিঙ্গাকে জোর করে বা আর্থিক প্রলোভন দেখিয়ে ভাসানচরে পাঠানো হয়নি। আর যারা সেখানে গেছেন, তাদের জোর করার কোনো প্রশ্নই ওঠে না। ৩০ বছরের পুরোনো ভাসানচর পুরোপুরি সুরক্ষিত। আম্পানের সময়ও এ দ্বীপে কোনো ক্ষতি হয়নি। এখানে আবাসন, সুপেয় পানি, চিকিৎসাসহ নানা ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।