![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F6fea7a85-7575-4750-ad97-c093996bdf0f%252FSusantBinodon_Online_.png%3Frect%3D0%252C0%252C3552%252C1865%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মাদক কেলেঙ্কারি আর অপমৃত্যুতে কুপোকাত বলিউড
২০২০ সাল বলিউডের জন্য কেমন ছিল? ভারতীয় গণমাধ্যম ‘ই টাইমস’ এক কথায় উত্তর দিয়েছে, ‘ড্রামাটিক’। সেখানে করোনার স্থবিরতা ছিল, ছিল ফিরে আসার প্রাণান্ত চেষ্টা। সেখানে মৃত্যু কেড়ে নিয়েছে অনেকের প্রাণ, আবার এসেছে নতুন প্রাণের সুখবর। বলিউডের জন্য কেমন ছিল বছরটি, তা এক নজরে ফিরে দেখা যাক।
২০২০ সালে গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা বলিউড তারকাদের তালিকায় উঠে এসেছে কণিকা কাপুরের নাম। তিনি প্রথম দিকে করোনায় আক্রান্ত হওয়া বলিউড তারকা। মার্চ মাসে যুক্তরাজ্য থেকে ফিরে কোয়ারেন্টিন না মেনে মুম্বাই শহরে ঘুরে বেড়িয়েছেন। লক্ষ্ণৌতে পার্টি করেছেন। সেখানে আমন্ত্রিত বিশেষ অতিথি আর দক্ষিণ আফ্রিকা থেকে আসা ক্রিকেট দলের সদস্যদের ফেলে দিয়েছিলেন শঙ্কায়। কারণ, এরপরেই তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি বেরিয়ে পড়ে। দায়িত্বশীল আচরণ না করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলড হন কণিকা।